Ajker Patrika

জাহাজের কনটেইনারে করে বিদেশ যাওয়ার পথে ধরা, দেশে ফিরেই খেলেন মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০০: ৩৪
জাহাজের কনটেইনারে করে বিদেশ যাওয়ার পথে ধরা, দেশে ফিরেই খেলেন মামলা

চট্টগ্রামে জাহাজে কনটেইনারের ভেতরে লুকিয়ে অবৈধভাবে সিঙ্গাপুর যাওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন্দর কর্তৃপক্ষ। আজ শুক্রবার বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। 

অভিযুক্ত লিটন মোল্যার (২৩) বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার ৬ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় একজন ট্রাকচালক। 

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশে গত ২৪ সেপ্টেম্বর এমভি হায়ান ভিউ নামের চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কনটেইনারে লুকিয়ে ছিলেন ওই যুবক। মাঝপথে তিনি পানি ও খাবারের অভাবে কনটেইনার থেকে বেরিয়ে আসেন। তখন বিষয়টি ওই জাহাজের ক্রুদের নজরে এলে তাঁকে আটক করে রাখা হয়। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে ফিরতি ট্রিপে সেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভেড়ার পর জাহাজের ক্যাপ্টেন ওই যুবককে বন্দরের নিরাপত্তাকর্মীদের হাতে তাঁকে তুলে দেন। এই ঘটনায় বন্দর কর্তৃপক্ষের দায়ের করা মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

কিশোর মজুমদার বলেন, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় লিটন চালক হিসেবে বৈধভাবে পাস নিয়ে চট্টগ্রাম বন্দরের সিসিটি-২ নম্বর গেট গিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন। এ সময় বন্দরের নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিয়ে তিনি রাতে এমভি হায়ান ভিউ নামের ওই জাহাজের পেছনে রেলিং বেয়ে ওপরে উঠে সেখানে খালি একটি কনটেইনারে লুকিয়ে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত