Ajker Patrika

নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image

হাত-পা বাঁধা অবস্থায় আবু লাল নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বুধন্তী এলাকায় রবি মোবাইল কোম্পানির টাওয়ারের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবু লাল (৬০) ওই মোবাইল কোম্পানির টাওয়ারের নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। তিনি একই এলাকার আব্দুল জব্বার ভূঁইয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আবু লাল রবি মোবাইল কোম্পানির টাওয়ারের নৈশপ্রহরী ছিলেন। সেখানে রাতের কোনো এক সময় চোর হানা দিয়ে টাওয়ারের কক্ষের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় আবু লালের হাত-পা বেঁধে তাকে হত্যা করে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে যায়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত