Ajker Patrika

বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনেই শিশুর জন্ম দিলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০: ৫৮
বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনেই শিশুর জন্ম দিলেন প্রসূতি

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা স্টেশনের কাছাকাছি রসুলপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ভেতরে জন্ম হয় নবজাতকের। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে মা ও নবজাতক কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রসূতি নারীর নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায়।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু বলেন, ‘নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর রেলক্রসিং এলাকায় আসতেই ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির পুরুষ যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন। পরে সেখানে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসবের ব্যবস্থা করা হয়। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ছেলেসন্তানের জন্ম দেন তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।’

নবজাতকের বাবা এরশাদ মিয়া বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছে।’ 

হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, ‘বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত