Ajker Patrika

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী।

মৃত দুজন হলেন, খুরশিদা বেগম (৭০) ও শিউলি রাণী (৪০)। এর মধ্যে খুরশিদা গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। অন্যজন ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। তাঁরা দুজনই নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় খুরশিদা বেগম হার্ট অ্যাটাক হয়ে মারা যান। শিউলি রাণী নামের আরেক রোগী আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী জানান, এই দুজন ছাড়াও গত ১৪ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে দিলআরা বেগম রেশমী (৫০) মারা যান। তিনি নগরের বন্দরের মোগলটুলী বাইলেইন এলাকার বাসিন্দা ছিলেন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০৫ জন। এর মধ্যে জানুয়ারিতে ৫ জন, ফেব্রুয়ারিতে ১ জন, জুনে ১৭ জন, জুলাইয়ে ৫০ জন, আগস্টে ৭৬ জন ও সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত ২৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত