Ajker Patrika

আয়ের একমাত্র সম্বল অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫: ২৫
আয়ের একমাত্র সম্বল অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা

রাঙামাটির নানিয়ারচরে মো. হাসান নামের এক ব্যক্তির আয়-রোজগারের একমাত্র সম্বল অটোরিকশাটি পুড়ে গেছে। প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতেও নিজের বাড়ির সামনের আধা পাকা ঘরে রেখেছিলেন অটোরিকশাটি। কারা যেন তাতে আগুন ধরিয়ে দেয়।

উপজেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. ইউনুছ জানান, শাটারবিহীন ওই আধা পাকা ঘরে বৃহস্পতিবার রাতের আঁধারে অটোরিকশায় জ্বলন্ত আগুন দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন হাসান। পরে গ্রামবাসী এসে আগুন নেভায়।

অটোরিকশাচালক মো. ছায়েদ নানিয়াচর উপজেলার ডাকবাংলা এলাকার বাসিন্দা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দিন ভাড়া খেটে রাতে গাড়িটি প্রতিদিনের মতো একই জায়গায় রেখেছিলাম। কারা পুড়িয়েছে বা কীভাবে পুড়েছে এখনো বুঝতে পারছি না। রিকশাটি নতুন করে লাইসেন্স করেছিলাম।’

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, উপজেলা ডাকবাংলা এলাকায় একটি অটোরিকশা পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল তদন্তে এখনো যায়নি তবে যাবে। তাই কীভাবে আগুন লেগেছে এখনো বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত