কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থক সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জু (৫০), যুবলীগ নেতা কামরুল ইসলাম (৩০), ফার্মেসি ব্যবসায়ী হাসান (২৫), রিয়াজ (৩০), বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক মোজাম্মেল হোসেন খোকন মেম্বার (৫০), সোহেল (৩৫), বাহাদুর (২৫)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় বিরোধের জেরে মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেটি পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে বাংলাবাজারে থমথমে ভাব বিরাজ করছে। এ ঘটনার সময় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ঢাকায় অবস্থান করছেন বলে তাঁরা মুঠোফোনে নিশ্চিত করেন।
মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন অভিযোগ বরে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক আহসান উল্যাহ ভুট্টো মেম্বার ও আবদুর রহিম বাবুল মেম্বারের উপস্থিতিতে ও ইন্ধনে সাবেক মেম্বার মোজাম্মেল হোসেন খোকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তার সমর্থকদের ওপর হামলা করে।
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী জানান, সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জুর সালিশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাজারের কলা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাইতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থক সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জু (৫০), যুবলীগ নেতা কামরুল ইসলাম (৩০), ফার্মেসি ব্যবসায়ী হাসান (২৫), রিয়াজ (৩০), বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক মোজাম্মেল হোসেন খোকন মেম্বার (৫০), সোহেল (৩৫), বাহাদুর (২৫)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় বিরোধের জেরে মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেটি পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে বাংলাবাজারে থমথমে ভাব বিরাজ করছে। এ ঘটনার সময় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ঢাকায় অবস্থান করছেন বলে তাঁরা মুঠোফোনে নিশ্চিত করেন।
মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন অভিযোগ বরে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক আহসান উল্যাহ ভুট্টো মেম্বার ও আবদুর রহিম বাবুল মেম্বারের উপস্থিতিতে ও ইন্ধনে সাবেক মেম্বার মোজাম্মেল হোসেন খোকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তার সমর্থকদের ওপর হামলা করে।
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী জানান, সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জুর সালিশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাজারের কলা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাইতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৮ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৮ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৯ ঘণ্টা আগে