Ajker Patrika

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৬: ৪৯
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থক সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জু (৫০), যুবলীগ নেতা কামরুল ইসলাম (৩০), ফার্মেসি ব্যবসায়ী হাসান (২৫), রিয়াজ (৩০), বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক মোজাম্মেল হোসেন খোকন মেম্বার (৫০), সোহেল (৩৫), বাহাদুর (২৫)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় বিরোধের জেরে মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেটি পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বর্তমানে বাংলাবাজারে থমথমে ভাব বিরাজ করছে। এ ঘটনার সময় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ঢাকায় অবস্থান করছেন বলে তাঁরা মুঠোফোনে নিশ্চিত করেন। 

মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন অভিযোগ বরে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক আহসান উল্যাহ ভুট্টো মেম্বার ও আবদুর রহিম বাবুল মেম্বারের উপস্থিতিতে ও ইন্ধনে সাবেক মেম্বার মোজাম্মেল হোসেন খোকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তার সমর্থকদের ওপর হামলা করে। 
 
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী জানান, সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জুর সালিশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাজারের কলা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাইতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত