Ajker Patrika

লামায় যাত্রীবাহী জিপের চাপায় ১ জন নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি
Thumbnail image

বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপগাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে ছোটন শীল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছার বদুরঝিরিতে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছোটন শীল পার্শ্ববর্তী আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবের মিয়া পাড়ার মৃত পরিমল শীলের ছেলে। এ ছাড়া নিহত ছোটন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে অবস্থিত কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন। 

লামা থানা-পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে লামা থানায় নেওয়া হয়েছে। জিপগাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। 

নিহতের বড় ভাই সজীব শীল (৩৭) বলেন, ‘আমার ছোট ভাই ছোটন ছুটিতে বাড়িতে এসেছিল ৷ সকাল ৭টায় লোহাগাড়ায় কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে চকরিয়া থেকে আগত যাত্রীবাহী জিপগাড়ির চাপায় ভাইয়ের মৃত্যু হয়েছে।’ 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী বদুরঝিরি এলাকার কামাল উদ্দিন (৬৫) ও সুমি আক্তার (২৪) বলেন, ‘মোটরসাইকেলটি চকরিয়ার দিকে যাওয়ার সময় চকরিয়া থেকে আগত যাত্রীবাহী একটি জিপগাড়ি চাপা দিলে  মোটরসাইকেল আরোহীর মাথা থেঁতলে যায়। মুহূর্তের মধ্যে তাঁর মৃত্যু হয়। 

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, যাত্রীবাহী একটি জিপগাড়ির চাপায় নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া লামা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত