নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ট্রাক চালক ও সহকারীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চতুর্থ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।
দুই আসামি হলেন—ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তাঁর ছেলে রিফাত মিয়া (১৮)। ঘটনার সময় রিফাত চালকের সহকারী হিসেবে ছিলেন।
রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম আদালতে বাদীপক্ষের আইনজীবী মো. শাহজাহান সাংবাদিকদের জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সড়ক পরিবহন আইনের ৯৮ ধারায় তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। লোহাগাড়া উপজেলায় সাইফুলের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা।
ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত-সারজিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনে দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত-সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
এ ঘটনায় দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেছিলেন। মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ট্রাক চালক ও সহকারীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চতুর্থ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।
দুই আসামি হলেন—ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তাঁর ছেলে রিফাত মিয়া (১৮)। ঘটনার সময় রিফাত চালকের সহকারী হিসেবে ছিলেন।
রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম আদালতে বাদীপক্ষের আইনজীবী মো. শাহজাহান সাংবাদিকদের জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সড়ক পরিবহন আইনের ৯৮ ধারায় তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। লোহাগাড়া উপজেলায় সাইফুলের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা।
ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত-সারজিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনে দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত-সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
এ ঘটনায় দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেছিলেন। মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদের স্বপদে ফেরার খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত ইউনিয়নবাসী তাঁকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গত শুক্র ও শনিবারের পর আজ রোববার তাঁকে শক্ত হাতে প্রতিহতের এ ঘোষণা
২ ঘণ্টা আগেকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
২ ঘণ্টা আগেজন্মগতভাবে প্রতিবন্ধী সেই মানিক পা দিয়ে লিখে এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ১৯২তম স্থান অধিকার করেছেন। পাবলিক পরীক্ষার মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও পা দিয়ে লিখে সফলতা পেয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে