Ajker Patrika

আখাউড়ায় মাটি কাটার সময় মিলল অবিস্ফোরিত মর্টার শেল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯: ১৩
আখাউড়ায় মাটি কাটার সময় মিলল অবিস্ফোরিত মর্টার শেল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি কাটার সময় ব্যবহৃত একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।  আজ সোমবার দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান।

এর আগে একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের হাসেম মিয়ার বাড়ি থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হাসেম মিয়ার বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টার শেল বেরিয়ে আসে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেটিকে নিজেদের হেফাজতে নেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেই সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে মাটির গর্তে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসের বোমা বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত