Ajker Patrika

অস্ত্র বিক্রি করতে গিয়ে ২ যুবক গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ায় দেশীয় অবৈধ অস্ত্র বিক্রির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও দুই যুবক। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাঁদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত দুই যুবক হলেন, মো. মিজানুর রহমান (২১) ও মো. মোর্শেদ (১৯)। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মামলার আসামিরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. মিজানুর রহমান (২১), শিলখালী ইউনিয়নের কাচারীমোড়া এলাকার আবুল বশরের ছেলে মো. মোর্শেদ (১৯), চকরিয়া পৌরসভার করাইয়াঘোনার বশির আহমদের ছেলে মো. সোহাগ (২৮) এবং বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের কোনারপাড়ার মৃত আলী আহমদের ছেলে আহম্মদুর রহমান (২৮)। 

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেদল হোসেন বলেন, অবৈধ অস্ত্র বেচাকেনার খবরে পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে গেলেও অপর দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে মিজানুর রহমানের কোমর থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত