কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩০ জানুয়ারি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লিখিতভাবে তাঁকে বহিষ্কার করা হলেও গতকাল শনিবার রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ পায়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপির মৃত্যুর কারণে সৃষ্ট নানা ব্যস্ততায় বিষয়টি মিডিয়ায় জানানো হয়নি। গতকাল শনিবার বিভিন্ন মিডিয়ায় তাঁর বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে।
বানাজা বেগমের বহিষ্কারের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়, গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করেছেন বানাজা বেগম নিশি। নির্বাচনে পরাজয়ের পর অনলাইন, ফেসবুক লাইভে এসে দল ও সরকারপ্রধানের বিরুদ্ধে বানাজা বেগম নিশি বিভিন্ন বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয় চিঠিতে।
এ অবস্থায় গঠনতন্ত্রের ৫/(ক) ধারা অনুযায়ী সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় বানাজা বেগম নিশিকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কর্ণফুলীতে পুলিশ বক্সে হামলাসহ নানা বিষয়ে খুবই আলোচিত-সমালোচিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি। পাঁচ বছর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও গত বছরের নভেম্বরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজের কাছে বিপুল ভোটের ব্যবধানে বানাজা হেরে যান।
এ বিষয়ে জানতে চাইলে বানাজা বেগম নিশির মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩০ জানুয়ারি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লিখিতভাবে তাঁকে বহিষ্কার করা হলেও গতকাল শনিবার রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ পায়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপির মৃত্যুর কারণে সৃষ্ট নানা ব্যস্ততায় বিষয়টি মিডিয়ায় জানানো হয়নি। গতকাল শনিবার বিভিন্ন মিডিয়ায় তাঁর বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে।
বানাজা বেগমের বহিষ্কারের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়, গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করেছেন বানাজা বেগম নিশি। নির্বাচনে পরাজয়ের পর অনলাইন, ফেসবুক লাইভে এসে দল ও সরকারপ্রধানের বিরুদ্ধে বানাজা বেগম নিশি বিভিন্ন বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয় চিঠিতে।
এ অবস্থায় গঠনতন্ত্রের ৫/(ক) ধারা অনুযায়ী সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় বানাজা বেগম নিশিকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কর্ণফুলীতে পুলিশ বক্সে হামলাসহ নানা বিষয়ে খুবই আলোচিত-সমালোচিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি। পাঁচ বছর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও গত বছরের নভেম্বরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজের কাছে বিপুল ভোটের ব্যবধানে বানাজা হেরে যান।
এ বিষয়ে জানতে চাইলে বানাজা বেগম নিশির মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
‘সম্প্রতি বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা-সংক্রান্ত অতি গোপনীয় বিষয় ফাঁসের সন্দেহ বা অভিযোগ নিয়ে বিভাগের দুই থেকে তিনজন শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষক পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে কাজ করছেন না। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি সমাধান হলে তারপর হয়তো তাঁরা কাজ শুরু করবেন।’
৮ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে ডুবে আমেনা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
১৭ মিনিট আগেহালিশহরে খোলা নালায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সব নালা ঢেকে দেওয়া সম্ভব নয়। কিছু নালা সার্ভিস লাইন হিসেবে খোলা রাখতে হয়। তবে পাশে নিরাপত্তাব্যবস্থা ও স্ল্যাব বসানো থাকে। যেখানে গার্মেন্টস নিজস্ব উদ্যোগে নালার কাজ করেছে, সেটি আমাদের নয়।
১৯ মিনিট আগে