Ajker Patrika

আখাউড়ায় ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৪৩
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাফিজুল নামের এক যুবকের ট্রেনে কাটা পড়ে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার সকালে আখাউড়ার গঙ্গাসাগর স্টেশনের দক্ষিণ রেল সেতুর ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ। হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, ‘আজ সকালে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে গতকাল রাতে সেতু পার হওয়ার সময় আখাউড়া-কুমিল্লা রেলপথে চলাচলকারী কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত