Ajker Patrika

সুবর্ণচরে তিন দিনে টিকা নিলেন ৭৮৪ জন

প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)
সুবর্ণচরে তিন দিনে টিকা নিলেন ৭৮৪ জন

নোয়াখালীর সুবর্ণচরে তিন দিনে ৭৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার জন্য প্রত্যেকদিন ৩০০ জনকে এসএমএস পাঠানো হলেও তৃতীয় দিনে উপস্থিত হয়েছেন কয়েকশ মানুষ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, প্রথম পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা আসে ৪ হাজার ভায়াল। এ টিকার ১ম ডোজ ও ২য় ডোজ ৪ হাজার জনকে দেওয়া হবে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি বুথে টিকা নেবেন ৩০০ জন।

টিকা নিতে আসা হাবিবীয়া এলাকার আরিফুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির পাশে জায়গায় অনেক লোক ভিড় জমায়। এ সময় কে আগে টিকা নেবেন এ নিয়ে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটে আসেন।

চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শায়লা সুলতানা ঝুমা জানান, আজ পর্যন্ত তিন দিনে ৭৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার জন্য প্রতিদিন ৩০০ জনকে এসএমএস পাঠানো হয়।

ডা. শায়লা সুলতানা ঝুমা আরও জানান, প্রথম ও দ্বিতীয় দিন লোক সমাগম কম হলেও আজ তৃতীয়দিনে টিকা দেওয়ার কথা শুনেই অনেকে এসেছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোহাম্মদ কুতুব উদ্দিন লাইন করে নির্ধারিত ব্যক্তিদের টিকা দেওয়ার ব্যবস্থা করেন। এ জন্য আজকে ৪২৪ জনকে টিকা দেওয়া হয়। পরবর্তী দিনগুলোতে বুথের সংখ্যা বাড়িয়ে ভিড় কমানো হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত