Ajker Patrika

কুবির পরিবহন পুলে যুক্ত হলো আরও ২ নীল বাস

কুবি প্রতিনিধি
পরিবহন পুলে থাকা নীল বাস। ছবি: আজকের পত্রিকা
পরিবহন পুলে থাকা নীল বাস। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের জন্য আরও দুটি নীল বাস। আজ সোমবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম।

পরিবহন পুল সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটে নতুন বাস দুইটি পরীক্ষামূলক চলাচল করবে। বাস দুইটির একটি টমছম ব্রিজ এবং অপরটি পুলিশ লাইনস্ রুটে চলাচল করবে।

এ বিষয়ে পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম জানান, যেহেতু বিশ্ববিদ্যালয়ে নতুন একটা ব্যাচ এসেছে। যাতায়াতের ক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে না হয় সে জন্য প্রশাসন দুটি বাস যুক্ত করেছেন পরিবহন পুলে। এখন থেকে বাস দুইটা স্ব-স্ব রুটে নিয়মিত চলাচল করবে।’

পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশে স্টুডেন্টদের কথা চিন্তা করে দুইটা বাস কালকে সকাল থেকে পরীক্ষামূলকভাবে চালানোর সিদ্ধান্ত হয়েছে। এরপর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রুট ঠিক করে বাস দুইটি চলাচল করবে। শিক্ষার্থীরা যেন যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় না পড়ে সেটা চিন্তা করেই দুইটা বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীদের জন্য নীল বাস ছয়টি এবং বিআরটিসির লাল বাস আটটি ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত