চাঁদপুর প্রতিনিধি
ভরা মৌসুমেও সরবরাহ কম হওয়ায় চাঁদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। গত বছর এ সময়ে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দৈনিক এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ এলেও এখন পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ মণ। ফলে দাম বেড়ে এক থেকে দেড় কেজির ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।
দেশের অন্যতম বড় এই মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে গত রোববার সন্ধ্যায় এমন দরদাম জানা গেছে। ইলিশের ভরা মৌসুমে জায়গাটি সাধারণত আড়তদার, শ্রমিক ও ক্রেতাদের ভিড়ে মুখর থাকত। কিন্তু এখন আড়তে প্রায় নীরবতা বিরাজ করছে। কিছু খুচরা বিক্রেতা ইলিশ নিয়ে বসে আছে।
আড়তগুলো ঘুরে দেখা গেল, ইলিশের পাশাপাশি চিংড়ি ও অন্যান্য দেশীয় প্রজাতির কিছু মাছ বিক্রি হচ্ছে। আর খুচরা বিক্রেতারা বসে আছে ইলিশ নিয়ে। ইলিশের আকার তুলনামূলক বড়। ছোট আকারের ইলিশ খুবই কম। ফরিদগঞ্জ থেকে ইলিশ কিনতে আসা সোলাইমান ও জাহাঙ্গীর জানান, তাঁরা কয়েকজন মিলে ইলিশ কিনতে এসেছেন। ৫০০ গ্রামের ইলিশ নিয়েছে প্রতি কেজি ৯০০ টাকা। বড় আকারের ইলিশ ক্রয়ক্ষমতার মধ্যে নেই।
চাঁদপুর শহরের বাসিন্দা ফাতেমা বেগম নামের আরেক ক্রেতা বলেন, ‘৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ নিয়েছি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকায়। তা-ও এসব ইলিশ দক্ষিণাঞ্চলের।’
ইলিশের একাধিক খুচরা বিক্রেতা জানান, আড়তে স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ খুবই কম। হাতিয়া অঞ্চল থেকে আসা এক থেকে দেড় কেজির ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। ছোট আকারের ইলিশ কম। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়।
মেসার্স মিজানুর রহমান কালু ভূঁইয়া মৎস্য আড়তের ম্যানেজার ওমর ফারুক বলেন, ‘গত বছর এই সময়ে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ইলিশ কেনাবেচা হয়েছে। এখন অলস সময় কাটাতে হয়। গত কয়েক বছর মৌসুমের এই সময়ে দিনে এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ সরবরাহ হয়েছে। অধিকাংশ ইলিশ এসেছে নোয়াখালীর হাতিয়া ও ভোলা অঞ্চল থেকে। চলতি মাসে প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ ইলিশ এসেছে।’
মেসার্স ভাই ভাই মৎস্য আড়তের মালিক দেলোয়ার হোসেন ব্যাপারী জানান, এ বছর বৃষ্টি ও নদীতে পানি থাকলেও স্থানীয় ইলিশের সরবরাহ খুবই কম। দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশ দিয়ে চলছে আড়তগুলো। এই ইলিশ দিয়ে কোনোরকমে স্থানীয় চাহিদা মিটছে। সরবরাহ বাড়লে বাজার আবার সরগরম হবে।
এ নিয়ে কথা হলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ইলিশ পরিভ্রমণশীল। গভীর সমুদ্রে বেশি সময় অবস্থান করে। একসময় নদীতে বিচরণ থাকে, আবার সাগরে চলে যায়। বিশেষ করে ডিম ছাড়ার সময় মিঠাপানিতে ইলিশের বিচরণ বেড়ে যায়। মৎস্য বিভাগ সব সময় জাটকা রক্ষা ও ইলিশের প্রজনন নিশ্চিত করতে কাজ করছে।’
ভরা মৌসুমেও সরবরাহ কম হওয়ায় চাঁদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। গত বছর এ সময়ে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দৈনিক এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ এলেও এখন পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ মণ। ফলে দাম বেড়ে এক থেকে দেড় কেজির ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।
দেশের অন্যতম বড় এই মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে গত রোববার সন্ধ্যায় এমন দরদাম জানা গেছে। ইলিশের ভরা মৌসুমে জায়গাটি সাধারণত আড়তদার, শ্রমিক ও ক্রেতাদের ভিড়ে মুখর থাকত। কিন্তু এখন আড়তে প্রায় নীরবতা বিরাজ করছে। কিছু খুচরা বিক্রেতা ইলিশ নিয়ে বসে আছে।
আড়তগুলো ঘুরে দেখা গেল, ইলিশের পাশাপাশি চিংড়ি ও অন্যান্য দেশীয় প্রজাতির কিছু মাছ বিক্রি হচ্ছে। আর খুচরা বিক্রেতারা বসে আছে ইলিশ নিয়ে। ইলিশের আকার তুলনামূলক বড়। ছোট আকারের ইলিশ খুবই কম। ফরিদগঞ্জ থেকে ইলিশ কিনতে আসা সোলাইমান ও জাহাঙ্গীর জানান, তাঁরা কয়েকজন মিলে ইলিশ কিনতে এসেছেন। ৫০০ গ্রামের ইলিশ নিয়েছে প্রতি কেজি ৯০০ টাকা। বড় আকারের ইলিশ ক্রয়ক্ষমতার মধ্যে নেই।
চাঁদপুর শহরের বাসিন্দা ফাতেমা বেগম নামের আরেক ক্রেতা বলেন, ‘৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ নিয়েছি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকায়। তা-ও এসব ইলিশ দক্ষিণাঞ্চলের।’
ইলিশের একাধিক খুচরা বিক্রেতা জানান, আড়তে স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশ খুবই কম। হাতিয়া অঞ্চল থেকে আসা এক থেকে দেড় কেজির ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। ছোট আকারের ইলিশ কম। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়।
মেসার্স মিজানুর রহমান কালু ভূঁইয়া মৎস্য আড়তের ম্যানেজার ওমর ফারুক বলেন, ‘গত বছর এই সময়ে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ইলিশ কেনাবেচা হয়েছে। এখন অলস সময় কাটাতে হয়। গত কয়েক বছর মৌসুমের এই সময়ে দিনে এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ সরবরাহ হয়েছে। অধিকাংশ ইলিশ এসেছে নোয়াখালীর হাতিয়া ও ভোলা অঞ্চল থেকে। চলতি মাসে প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ ইলিশ এসেছে।’
মেসার্স ভাই ভাই মৎস্য আড়তের মালিক দেলোয়ার হোসেন ব্যাপারী জানান, এ বছর বৃষ্টি ও নদীতে পানি থাকলেও স্থানীয় ইলিশের সরবরাহ খুবই কম। দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশ দিয়ে চলছে আড়তগুলো। এই ইলিশ দিয়ে কোনোরকমে স্থানীয় চাহিদা মিটছে। সরবরাহ বাড়লে বাজার আবার সরগরম হবে।
এ নিয়ে কথা হলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ইলিশ পরিভ্রমণশীল। গভীর সমুদ্রে বেশি সময় অবস্থান করে। একসময় নদীতে বিচরণ থাকে, আবার সাগরে চলে যায়। বিশেষ করে ডিম ছাড়ার সময় মিঠাপানিতে ইলিশের বিচরণ বেড়ে যায়। মৎস্য বিভাগ সব সময় জাটকা রক্ষা ও ইলিশের প্রজনন নিশ্চিত করতে কাজ করছে।’
চট্টগ্রামের দক্ষিণে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি।
৮ মিনিট আগেজামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল বিভাগে রায়ের দিন আগামী ১ জুন ধার্য করা হয়েছে। আজ বুধবার চতুর্থ দিনের শুনানি শেষে দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
২২ মিনিট আগেরাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম।
১ ঘণ্টা আগে