Ajker Patrika

অন্তর্বর্তী সরকার গঠনের দাবিতে ২ পার্বত্য জেলায় অবরোধের ডাক

রাঙামাটি প্রতিনিধি
অন্তর্বর্তী সরকার গঠনের দাবিতে ২ পার্বত্য জেলায় অবরোধের ডাক

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে আগামী মঙ্গলবার দুই পার্বত্য জেলায় (রাঙামাটি ও খাগড়াছড়ি) সকাল–সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নিরণ চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
একই দাবিতে আগামীকাল রোববার (৪ আগস্ট) জেলা–উপজেলায় বিক্ষোভ সমাবেশ, সোমবার বিভিন্ন এলাকায় রোড মার্চ করবে সংগঠনটি। এ ছাড়া রোববার থেকে প্রধান বাজারগুলো প্রতিদিন সকাল থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে। 

বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ প্রধান প্রসীত বিকাশ খীসা বলেন, কোট সংস্কার আন্দোলন দমনের জন্য শিশুসহ শত শত নিরস্ত্র মানুষকে খুন করার পর এ সরকারের ক্ষমতায় থাকার আর নৈতিক ভিত্তি নেই। চলমান সংকট নিরসনের জন্য অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে। 

তিনি আরও বলেন, সমতলে ভয়াবহ এ হত্যাযজ্ঞ চালানোর অনেক আগে থেকে এ সরকার পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সেনা শাসন জারি রেখে সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করে শত শত মানুষকে খুন করেছে। বিবৃতিতে কল্পনা চাকমা অপহরণসহ পাহাড় সমতালে সংঘটিত সব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত