Ajker Patrika

হেফাজতের সাবেক আমির শফী হত্যা মামলার শুনানি ২৬ মে

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
হেফাজতের সাবেক আমির শফী হত্যা মামলার শুনানি ২৬ মে

চট্টগ্রামে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২৬ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আজ বুধবার এ আদেশ দেন।

এ নিয়ে চার দফা পিছিয়েছে শুনানি। এর আগে গত বছরের ৩০ জুন, ১২ সেপ্টেম্বর ও ৭ নভেম্বর শুনানির দিন ধার্য ছিল।

পিবিআই মোট ৪৩ জনকে অভিযুক্ত করে গত বছরের ১২ এপ্রিল আদালতে প্রতিবেদন দেয়। হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীও এ মামলায় আসামি ছিলেন। তিনি গত বছরের ১৯ আগস্ট মারা যান। আসামিরা হেফাজতের নেতা-কর্মী। 

উল্লেখ্য, আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই বছরের ১৭ ডিসেম্বর শফীকে হত্যার অভিযোগে তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন আদালতে হেফাজতের ৩৬ নেতা-কর্মীকে আসামি করে নালিশি মামলা করেন। 

মামলায় বলা হয়, অসুস্থ আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর কক্ষে আটকে রাখা হয়। ওই কক্ষে আসামিদের ইন্ধনে ভাঙচুর চালানো হয়। হামলা করে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়। মাদ্রাসার মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রেখে চিকিৎসার জন্য হাসপাতাল যেতে বাধা দেওয়া হয়। চিকিৎসা করতে না দিয়ে শফীকে আসামিরা মৃত্যুর মুখে ঠেলে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত