Ajker Patrika

ধনাগোদার ভাঙনে দুশ্চিন্তায় পারের মানুষ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীর ভাঙা পাড়ের পাশে স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীর ভাঙা পাড়ের পাশে স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে করে ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে পারের মানুষের।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর গ্রামের বেশ কিছু এলাকায় এক সপ্তাহ ধরে নদীপাড়ে ভাঙন চলছে। এতে করে আতঙ্কে রয়েছেন তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, ‘গত সপ্তাহ থেকে আবারও নতুন করে নদীভাঙন শুরু হয়েছে। কারও কোনো নজর নেই। কখন যে ভেঙে আমাদের ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। এমনকি মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

স্থানীয় ইউপি সদস্য চান মিয়া বলেন, নদীভাঙন ঠেকাতে পাড়ে ফেলা বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙন ঠেকানো না হলে স্থানীয় বাড়িঘর রক্ষা করা সম্ভব হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত