Ajker Patrika

ঈদে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ঈদে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেন পাভেল (১৯) ও মো. পিয়াস (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদ্দাম উপজেলার চরফকিরা ইউনিয়নের চর কচ্চপিয়া এলাকার বেলাল সওদাগরের ছেলে ও পিয়াস একই এলাকার জাকির কোম্পানী বাড়ির আজাদ হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, ছোট থেকে পিয়াস ও পাভেল খুব ভালো বন্ধু ছিল। দুই মাস আগে পরিবারকে স্বাবলম্বী করার জন্য গাজীপুরে কনস্ট্রাকশনের কাজে যান তাঁরা। মুঠোফোনে পরিবারকে জানান ঈদে বাড়ি ফিরবে। পরিবারের কার কী লাগবে? অথচ আর ফেরা হলো না। সকালে কর্মরত অবস্থায় বৈদ্যুতিক শটে দুই বন্ধুর মৃত্যু হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জায়দল হক কচি দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটি হৃদয় বিদারক ঘটনা। জীবন ও জীবিকার সন্ধানে গিয়ে এমন মৃত্যুর সংবাদে পুরো এলাকায় এখনো শোকের ছায়া নেমে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত