Ajker Patrika

ছাত্রলীগ কর্মী হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাত্রলীগ নেতা ফারাবীর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবী জয়। 

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফারাবী। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আসামি হাসান আল ফারাবী জয়কে নেত্রকোনা জেলার আটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে জেলা সদরের ভাটপাড়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
 
এদিকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। 

গত ৫ জুন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান ইজাজকে। 

পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এক ভিডিওতে দেখা যায় ঘটনার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কৃত হাসান আল ফারাবী জয় তাকে গুলি করে কোমরে পিস্তল গুঁজে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন। এই ঘটনায় নিহত আয়াশ রহমান ইজাজের বাবা মো. আমিনুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত