Ajker Patrika

বাবার মৃত্যুর ৪২ দিন পর ট্রাকচাপায় ছেলে নিহত 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১: ১২
বাবার মৃত্যুর ৪২ দিন পর ট্রাকচাপায় ছেলে নিহত 

কুমিল্লার দেবিদ্বারে বাবা হোসেন মুন্সীর মৃত্যুর ৪২ দিন পর ট্রাকচাপায় ছেলে ফারুক মুন্সী (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী ব্রিজের পাশে ভিংলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফারুক মুন্সী পেশায় একজন ভ্যানচালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৯টার দিকে ফারুক মুন্সী দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলের মদিনা বেকারি থেকে ভ্যানে বেকারি খাদ্যপণ্য নিয়ে যাওয়ার সময় কোম্পানীগঞ্জ ব্রিজের কাছে যানজটে আটকে পড়েন। এ সময় হঠাৎ করে ভ্যানের সামনে থাকা একটি ট্রাক পেছনের দিকে সরে আসে এবং ফারুক মুন্সীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

নিহতের ছোট ভাই রাসেল মুন্সী বলেন, ‘৪২ দিন আগে আমাদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের হাল ধরেন বড় ভাই। কিন্তু তিনিও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবার অভিভাবকহীন হয়ে পড়েছে।’ 

মদিনা বেকারির মালিক মো. ইব্রাহীম মিয়া বলেন, ‘ফারুক মুন্সী চার-পাঁচ বছর ধরে আমাদের বেকারিতে কাজ করছেন। তিনি শতকরা ৭ টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে বেকারি পণ্য পৌঁছে দিতেন। এতে তাঁর প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হতো। প্রতিদিনের মতো গতকাল সকালেও দোকান থেকে বেকারির মালামাল নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর এলাকায় যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন তিনি।’ 

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মরদেহ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে রাখা হয়। তবে মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত