নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক বৃহস্পতিবার (২৯ মে) এ রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
আসামিদের মধ্যে ভিকটিমের স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ডও দেন বিচারক।
অপর আসামি হাবিবুর রহমান, মো. নাসির ও জাকির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন বিভাগীয় বিচারক মোহাম্মদ জাহিদুল হক।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, আসামিরা বাঁশখালীর বামেরছড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের ১৮ মার্চ যৌতুকের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ কমরু আকতার খুন হন। ওই দিন তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে গুম করে রাখে তার স্বামীসহ অন্যরা। এ ঘটনার পর ২০০৩ সালের ২৭ মার্চ ভিকটিমের গলিত লাশ উদ্ধার করার পর এ নিয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই নুরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক। অবশ্য রায় প্রদানকালে আসামি হাবিবুল্লাহ পলাতক ছিলেন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে উল্লিখিত সাজা ও জরিমানা করা হয়।
চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক বৃহস্পতিবার (২৯ মে) এ রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
আসামিদের মধ্যে ভিকটিমের স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ডও দেন বিচারক।
অপর আসামি হাবিবুর রহমান, মো. নাসির ও জাকির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন বিভাগীয় বিচারক মোহাম্মদ জাহিদুল হক।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, আসামিরা বাঁশখালীর বামেরছড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের ১৮ মার্চ যৌতুকের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ কমরু আকতার খুন হন। ওই দিন তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে গুম করে রাখে তার স্বামীসহ অন্যরা। এ ঘটনার পর ২০০৩ সালের ২৭ মার্চ ভিকটিমের গলিত লাশ উদ্ধার করার পর এ নিয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই নুরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক। অবশ্য রায় প্রদানকালে আসামি হাবিবুল্লাহ পলাতক ছিলেন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে উল্লিখিত সাজা ও জরিমানা করা হয়।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
১১ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২৫ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
৩৪ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৪০ মিনিট আগে