Ajker Patrika

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক ইমারত মোল্লা (৩৮) যশোরের আবদুস সাত্তারের ছেলে। তিনি ইনানীর পালংকি রেস্টুরেন্টে সিকিউরিটির চাকরি করতেন। 

আহতরা হলেন–রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার রিদুয়ান, হলদিয়াপালংয়ের মোহাম্মদ আকতার ও জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার ইজিবাইকচালক জয়নাল আবেদীন। 

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ও পাটুয়ারটেকগামী ইজিবাইকের (টমটম) সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল ও ইজিবাইকের সামনের অংশ। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

এসআই রেজাউল করিম আরও বলেন, ‘আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত