দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদী ছিল, তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে নানা রকম ষড়যন্ত্র করুক না কেন, আমরা দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করব।’
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে আজ শনিবার দাউদকান্দি পাইলট আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে পৌর বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি। খালেদা জিয়া, তারেক রহমানসহ ইউনিয়ন-ওয়ার্ড কর্মীদেরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
আমি নিজেও বিভিন্ন মেয়াদে পাঁচ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনে দেড় হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘যে কারণে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সে কারণগুলো বর্তমান সরকারকে সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে, তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা ক্ষমতায় এলে কীভাবে দেশ পরিচালনা করব, সেটা দেড় বছর আগে প্রচার করেছি। যেকোনো সময় নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হোক, ৩০০ আসনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা এখনো ষড়যন্ত্র করছে তাদের বলছি, এ দেশের জনগণ এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আওয়ামী লীগ নিজেরা নিজেদের হত্যা করেছে।
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘তারা রাস্তাঘাটে নানা ধরনের ছবি-ম্যুরাল বানিয়ে রাষ্ট্রের শত শত কোটি টাকা নষ্ট করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সঙ্গে থাকা লুটপাটকারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই, তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হোক। না হলে তারা ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সহযোগিতা করব।’
পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ জেলা-উপজেলার নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদী ছিল, তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে নানা রকম ষড়যন্ত্র করুক না কেন, আমরা দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করব।’
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে আজ শনিবার দাউদকান্দি পাইলট আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে পৌর বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি। খালেদা জিয়া, তারেক রহমানসহ ইউনিয়ন-ওয়ার্ড কর্মীদেরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
আমি নিজেও বিভিন্ন মেয়াদে পাঁচ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনে দেড় হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘যে কারণে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সে কারণগুলো বর্তমান সরকারকে সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে, তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা ক্ষমতায় এলে কীভাবে দেশ পরিচালনা করব, সেটা দেড় বছর আগে প্রচার করেছি। যেকোনো সময় নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হোক, ৩০০ আসনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা এখনো ষড়যন্ত্র করছে তাদের বলছি, এ দেশের জনগণ এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আওয়ামী লীগ নিজেরা নিজেদের হত্যা করেছে।
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘তারা রাস্তাঘাটে নানা ধরনের ছবি-ম্যুরাল বানিয়ে রাষ্ট্রের শত শত কোটি টাকা নষ্ট করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সঙ্গে থাকা লুটপাটকারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই, তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হোক। না হলে তারা ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সহযোগিতা করব।’
পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ জেলা-উপজেলার নেতারা।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
১০ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে