লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্য পণ্যের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ জনকে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালান তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮ জনকে ৮ মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন। আর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৬ জনকে ৬ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের স্টাফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পদুয়াসহ তেওয়ারী হাটে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে অভিযান চালান। মূল্যতালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ক্রেতারা জানান, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ফলে দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক মূল্য ঠেকাতে বাজারে নিয়মিত অভিযান চালান দরকার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, মূল্য তালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদুয়া বাজারে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার পদুয়া বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়েছে। তরমুজ ও কলাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন পূর্বক পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্য পণ্যের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ জনকে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালান তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮ জনকে ৮ মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন। আর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৬ জনকে ৬ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের স্টাফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পদুয়াসহ তেওয়ারী হাটে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে অভিযান চালান। মূল্যতালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ক্রেতারা জানান, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ফলে দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক মূল্য ঠেকাতে বাজারে নিয়মিত অভিযান চালান দরকার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, মূল্য তালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদুয়া বাজারে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার পদুয়া বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়েছে। তরমুজ ও কলাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন পূর্বক পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
২ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১১ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
১৯ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
২৬ মিনিট আগে