Ajker Patrika

নোয়াখালীতে ৩ মাসে সহিংসতার শিকার ২২ নারী

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ৩ মাসে সহিংসতার শিকার ২২ নারী

নোয়াখালীতে গত বছরের শেষ তিন মাস অক্টোবর থেকে ডিসেম্বরে ২২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিভিন্ন বয়সের নয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তবে, তুলনামূলক ওই তিন মাসে জেলায় নারী–শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা কম ছিল।

আজ বৃহস্পতিবার নোয়াখালী নারী অধিকার জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারীর প্রতি সংঘটিত সহিংসতা সংক্রান্ত নাগরিক ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৩৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। যার মধ্যে ২৬টি শিশু-কিশোর ও নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ছাড়া ওই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৮টি সহিংসতার ঘটনায় ২১ জন ধর্ষণের শিকার হন।

নারী ও শিশু ট্রাইব্যুনালের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর নোয়াখালীতে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মোট ৫৭৮টি মামলা রুজু করা হয়েছে। এ সময়ের মধ্যে নতুন-পুরোনো ২ হাজার ৭৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া আরও নয়টি সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে, প্রতিটি সহিংসতা গণমাধ্যমে ফলোআপ করা, ভুক্তভোগীকে আইনি সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করা, রাস্তাঘাটসহ গণপরিবহনে প্রশাসনের নজরদারি বাড়ানো, ঘটনা যাতে না ঘটে তার জন্য কাজ করা, ঘরের বাইরে নারীদের চলাচলের পরিবেশ গড়ে তোলা, এ সংক্রান্ত গ্রাম্য সালিস বন্ধ করা, দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ করা, অপরাধীদের রাজনৈতিক প্রশ্রয় না দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার চর্চা বৃদ্ধি করা।

নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে সহিংসতার সংখ্যা নিরূপণ করা হয়েছে। তবে অনেক ঘটনা মিডিয়ায় আসে না।’ ভবিষ্যতে সেগুলোকেও প্রতিবেদনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সংগঠনের সদস্যসচিব মনোয়ারা মিনু বলেন, ‘নারীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে নারী অধিকার জোট। ইতিমধ্যে নারীরা জাগ্রত হয়ে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ প্রশাসনের আন্তরিকতায় সহিংসতা কমে এসেছে। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সংবাদ সম্মেলনে নারী অধিকার জোটের সদস্যদের মধ্যে উন্নয়ন কর্মী ফৌজিয়া নাজনীন, রৌশন আক্তার লাকী, ফারজানা তিথি, নুরের নাহার পপি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত