Ajker Patrika

সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতির কাছে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতির কাছে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে খোকন চন্দ্র নাথ (৫০) নামক এক ব্যক্তি এই হুমকি দেন বলে জানা যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। 

খোকন চন্দ্রনাথ উপজেলার কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মছজিদ্দা গ্রামের সতীশ মহাজন বাড়ির মৃত পরিমল চন্দ্রনাথের ছেলে। 

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন। এ সময় তিনি নিজের পরিচয় গোপন রেখে তাঁর দপ্তরে সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে শতাধিক অভিযোগ রয়েছে বলে জানান।

অভিযোগ থেকে রেহাই পেতে হলে তাঁকে ১০ হাজার টাকা বিকাশে পাঠাতে হবে। আর তা না হলে `এ রকম সাংবাদিককে মেরে ফেলতে তাঁর সময় লাগবে না' বলে হুমকি দেন। 

এ ঘটনার পর সাংবাদিক সৌমিত্র তাঁর নিজের ফেসবুকে অভিযুক্তের নম্বর (০১৮৩১-৯৩২৬৭২) দিয়ে এর মালিকের সন্ধান চান। এতে এলাকার অনেক মানুষ সাড়া দেন এবং অভিযুক্তের নাম প্রকাশ করেন। পরিচয় নিশ্চিত হয়ে আজ বুধবার বিকেলে সৌমিত্র চক্রবর্তী সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
 
এ বিষয়ে প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বলেন, `হুমকিদাতা একজন প্রতারক বলে আমি নিশ্চিত হয়েছি। সে পল্লি চিকিৎসক হয়ে খাগড়াছড়ি এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়ে পালিয়ে আসে।

কুমিরায় নিজ এলাকায় নানান অপকর্মের কারণে গণধোলাইয়ের শিকার হয়। শেষে নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন নেতা কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন অজুহাতে দেখা করতে গিয়ে সেই ছবি দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে। এ ছাড়া এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীদের সামনের নির্বাচনে কেন্দ্রীয় লবিং ব্যবহার করে ইউপি চেয়ারম্যান বানানোর প্রস্তাব দিয়ে টাকা দাবি, এলাকায় সালিস বৈঠকের নামে চাঁদা দাবিসহ প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অনেককে নানান কথা বলে হুমকি ধামকি দিয়েছে সে।' 

তিনি আরও বলেন, সবশেষে আমার কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকির ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। 

এ বিষয়ে খোকন চন্দ্রের এলাকার ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম চৌধুরী এবং বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর বলেন, `এলাকায় সে প্রতারক হিসেবে পরিচিত। মানবাধিকারের নাম ভাঙিয়ে চাঁদাবাজিই তাঁর কাজ। ভুয়া এমবিবিএম ডাক্তার পরিচয় ও নারী কেলেঙ্কারির জন্য সে পিটুনিও খেয়েছে।' 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, এই খোকন চন্দ্র নাথের সম্পর্কে যত দূর জানা যাচ্ছে, সে একজন বড় ধরনের প্রতারক। একদিন সে থানায় এসে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে স্যানিটারাইজ বিতরণ করবে বলে জানায় এবং তাঁর অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীও আসবেন বলে জানিয়েছিল। পরে সে একাই এসে এসব দেয়। আমার সাথে ছবি তুলে সে ছবিও তাঁর আইডিতে ব্যবহার করছে।' তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত