কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলীতে স্পা পরিচালনার আড়ালে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেলের এবং ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানান।
গতকাল রোববার রাতে শহরের কলাতলীর একটি হোটেল ও কটেজ জোনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, ‘কলাতলী মোড়ে বিচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের গোপন কক্ষ থেকে কথিত স্পা সেন্টার থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘টুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিল, বিচ ওয়ার্ল্ডে এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে অভিযানে চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোনের একটি সাইনবোর্ডবিহীন কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেল, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।’
তিনি বলেন, ‘নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। এ কারণে অপরাধীদের ধরতে টুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।’
গ্রেপ্তার ৩৮ নারী-পুরুষের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলীতে স্পা পরিচালনার আড়ালে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেলের এবং ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানান।
গতকাল রোববার রাতে শহরের কলাতলীর একটি হোটেল ও কটেজ জোনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, ‘কলাতলী মোড়ে বিচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের গোপন কক্ষ থেকে কথিত স্পা সেন্টার থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘টুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিল, বিচ ওয়ার্ল্ডে এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে অভিযানে চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোনের একটি সাইনবোর্ডবিহীন কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেল, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।’
তিনি বলেন, ‘নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। এ কারণে অপরাধীদের ধরতে টুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।’
গ্রেপ্তার ৩৮ নারী-পুরুষের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে