কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন একটি ভবনের মালামাল চুরি সন্দেহে মহিউদ্দিন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবনের নৈশপ্রহরী মিজানুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আজ বৃহস্পতিবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মহিউদ্দিনকে মারধরের ঘটনাটি ঘটে গত রোববার রাতে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতরে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার রাতে জেলার সদর থানায় পুলিশ বাদী হয়ে মিজানুরসহ অজ্ঞাত চার-পাঁচজনের নামে মামলা করেছে। মহিউদ্দিন মারা যাওয়ার বিষয়টি গতকাল প্রকাশ্যে এসেছে।
নিহত মহিউদ্দিন লালমনিরহাটের সৈয়দনগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মিজানুরের বাড়ি জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
মহিউদ্দিন নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নিহতের পরিবারের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন ভবনে চুরির অভিযোগে মহিউদ্দিনকে আটক করেন নৈশপ্রহরী মিজানুরসহ কয়েকজন। হাত-পা বেঁধে রাতভর তাঁকে মারধর করা হয়। পরদিন ৩ এপ্রিল সকালে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এরপর এক রিকশাচালক ওই যুবককে শহরের গাড়ির মাঠ এলাকায় রেখে যান। পরে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীরা মহিউদ্দিনকে জেলার সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
ওসি রফিকুল বলেন, ‘মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৈশপ্রহরী মিজানুর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে নিহত ওই যুবকের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। এতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ আদালতের মাধ্যমে মিজানুরকে কারাগারে পাঠানো হয়েছে।’
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর বলেন, ‘অফিস কম্পাউন্ডের ভেতর নতুন একটি ভবন নির্মাণ হচ্ছে। এই ভবনের ঠিকাদারির দায়িত্ব পেয়েছেন টার্ন বিল্ডার্স। গ্রেপ্তার মিজানুর টার্ন বিল্ডার্সের নিয়োগ করা নৈশপ্রহরী ছিলেন। এ ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেউ জড়িত নেই।’
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন একটি ভবনের মালামাল চুরি সন্দেহে মহিউদ্দিন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবনের নৈশপ্রহরী মিজানুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আজ বৃহস্পতিবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মহিউদ্দিনকে মারধরের ঘটনাটি ঘটে গত রোববার রাতে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতরে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার রাতে জেলার সদর থানায় পুলিশ বাদী হয়ে মিজানুরসহ অজ্ঞাত চার-পাঁচজনের নামে মামলা করেছে। মহিউদ্দিন মারা যাওয়ার বিষয়টি গতকাল প্রকাশ্যে এসেছে।
নিহত মহিউদ্দিন লালমনিরহাটের সৈয়দনগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মিজানুরের বাড়ি জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
মহিউদ্দিন নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নিহতের পরিবারের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন ভবনে চুরির অভিযোগে মহিউদ্দিনকে আটক করেন নৈশপ্রহরী মিজানুরসহ কয়েকজন। হাত-পা বেঁধে রাতভর তাঁকে মারধর করা হয়। পরদিন ৩ এপ্রিল সকালে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এরপর এক রিকশাচালক ওই যুবককে শহরের গাড়ির মাঠ এলাকায় রেখে যান। পরে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীরা মহিউদ্দিনকে জেলার সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
ওসি রফিকুল বলেন, ‘মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৈশপ্রহরী মিজানুর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে নিহত ওই যুবকের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। এতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ আদালতের মাধ্যমে মিজানুরকে কারাগারে পাঠানো হয়েছে।’
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর বলেন, ‘অফিস কম্পাউন্ডের ভেতর নতুন একটি ভবন নির্মাণ হচ্ছে। এই ভবনের ঠিকাদারির দায়িত্ব পেয়েছেন টার্ন বিল্ডার্স। গ্রেপ্তার মিজানুর টার্ন বিল্ডার্সের নিয়োগ করা নৈশপ্রহরী ছিলেন। এ ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেউ জড়িত নেই।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১৩ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
২০ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
২৩ মিনিট আগে