Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ার ৪ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১১: ৪৮
ব্রাহ্মণবাড়িয়ার ৪ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট চলছে

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই (দক্ষিণ), কসবার মূলগ্রাম এবং বাঞ্ছারামপুরের আইয়ূবপুর ও দড়িয়াদৌলত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

সদর উপজেলার চার ইউনিয়নের মধ্যে নাটাই (দক্ষিণ) ইউনিয়নে ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। আর বাকিগুলোতে ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, প্রত্যেক কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্র ও আশপাশ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন আছেন। প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ ও বিজিটির স্ট্রাইকিং টিমও কাজ করছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য, চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চার ইউনিয়নের মোট ভোটার ৮০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৩৪৭ এবং নারী ভোটার ৩৯ হাজার ১৩৮ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত