Ajker Patrika

‘নির্বাচন নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’

নোয়াখালী প্রতিনিধি
চাটখিলে বিএনপির সমাবেশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: আজকের পত্রিকা
চাটখিলে বিএনপির সমাবেশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার চাটখিল উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন অপরিহার্য। কিন্তু আমরা লক্ষ করছি, একটি মহল নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়। আমরা বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। কিন্তু যদি কোনো গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিএনপি নেতা খোকন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।’

সমাবেশে চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত