কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সই জাল করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম-মৃত্যু সনদ তৈরির অভিযোগে এক যুবককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যুবকের বাসা তল্লাশি করে কম্পিউটারসহ জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. নুরহান (৩০) হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা।
ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, নুরহান পূর্ব পানখালী এলাকার সামশু আলমের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল সনদ ও এনআইডি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আজ মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরির খবর পেয়ে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গ্রাম–পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
এ সময় নুরহানের বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরনের জাল সনদ, কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরির কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরি করা জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।
ইউএনও বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিষয়টি অবহিত করার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার মো. নুরহানকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তার যুবককে টেকনাফ থানা–পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সই জাল করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম-মৃত্যু সনদ তৈরির অভিযোগে এক যুবককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যুবকের বাসা তল্লাশি করে কম্পিউটারসহ জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. নুরহান (৩০) হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা।
ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, নুরহান পূর্ব পানখালী এলাকার সামশু আলমের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল সনদ ও এনআইডি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আজ মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরির খবর পেয়ে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গ্রাম–পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
এ সময় নুরহানের বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরনের জাল সনদ, কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরির কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরি করা জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।
ইউএনও বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিষয়টি অবহিত করার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার মো. নুরহানকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তার যুবককে টেকনাফ থানা–পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে