Ajker Patrika

আ.লীগ এনসিপির ব্যানারে অপকর্ম করছে, পেছনে ওসি-এসপি: কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি
মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বাড়িতে কাজী কায়কোবাদ। ছবি: আজকের পত্রিকা
মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বাড়িতে কাজী কায়কোবাদ। ছবি: আজকের পত্রিকা

আ.লীগ এনসিপির ব্যানারে অপকর্ম করছে, যার পেছনে ওসি ও এসপি রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘আমি যেমন এই মাটির সন্তান, আপনারাও তেমনি এই মাটির অধিকারী। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।’

আজ মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরে সনাতন সম্প্রদায়ের এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার খোঁজ নিতে ও সমবেদনা জানাতে গিয়ে মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব কথা বলেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘হিন্দু-মুসলিম বিভেদ নয়, আমরা সবাই ভাই। বিএনপি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। অথচ আওয়ামীপন্থী কিছু ব্যক্তি বিএনপির নাম জড়িয়ে ষড়যন্ত্র করেছে।

প্রকৃতপক্ষে আসামিরা ছিল আওয়ামী লীগের কর্মী। মুরাদনগর থানার ওসি, কিছু তথাকথিত সাংবাদিক ও যুবলীগ নেতার সহযোগিতায় বিএনপির নামে অপপ্রচার চালানো হয়েছে।’

কায়কোবাদ বলেন, ‘৫ আগস্টের পর ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের সময় যারা পালিয়েছিল, তাদের আবার এনসিপির ব্যানারে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে তারা এনসিপির নাম ব্যবহার করে অপকর্ম করছে, যার পেছনে মুরাদনগর থানার ওসি ও কুমিল্লার এসপি রয়েছেন।’

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী কায়কোবাদ বলেন, ‘এই ঘটনার বিচার হবেই হবে। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। নারীদের সম্মান করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এ সময় কায়কোবাদ আরও বলেন, ‘মুরাদনগরের হিন্দু ভাই-বোনেরা অতীতে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছেন। আমার বিরুদ্ধে যখন মামলা হয়, তখন হিন্দু সম্প্রদায় মানববন্ধন করে আমার পাশে দাঁড়িয়েছিল।

আজও আমি আপনাদের পাশে আছি। যারা হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না। হিন্দু-মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশা আল্লাহ।’ শেষে তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত