নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রামে অস্ত্রধারীদের গুলিতে পথচারী শহীদুল ইসলাম নিহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও থানায় নিহতের ভাই শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিউদ্দিন ফরহাদ নামে এক ব্যক্তিকে। যিনি স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ নেতা এসরারুল হকের সহযোগী হিসেবে পরিচিত।
বাকি আসামিরা হলেন জালাল ওরফে ড্রিল জালাল (৪২), মো. ফরিদ (৪২), সরকারি সিটি কলেজছাত্র সংসদের ভিপি তাহসিন (২৭), এইচ এম মিঠু (৪০), জাফর (৩৮), ফিরোজ (৩৮) ও দেলায়ার (৪০)। অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ৩ আগস্ট সন্ধ্যায় আসামিরা বহদ্দারহাট মোড়সহ আশপাশের রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় বহদ্দারহাট কাঁচাবাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে বহদ্দারবাড়ি জামে মসজিদের সামনে বিবাদীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন শহীদ। পরে তাঁর মৃত্যু হয়।
তথ্যমতে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নিউ মার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র–জনতা। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ষোলোশহর মেয়র গলিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এরপর বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র এম রেজাউল করিমের বাসভবনে হামলা হয়। সিটি মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হন পথচারী শহীদুল ইসলাম শহীদ। পরে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই দিনই পাল্টা হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
এর আগে ১৬ জুলাই নগরীর মুরাদপুরে ও ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মামলায় উল্লেখিত আট আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল, শটগান, এলজি দিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণের একাধিক ছবি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়।
ওইসব ঘটনায় তাৎক্ষণিক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও মারা যায়। এ ছাড়া ৫ আগস্ট সরকার পতনের আগের দিনও চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় অভিযুক্তদের একজনকে একে-২২ রাইফেল নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।
বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রামে অস্ত্রধারীদের গুলিতে পথচারী শহীদুল ইসলাম নিহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও থানায় নিহতের ভাই শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিউদ্দিন ফরহাদ নামে এক ব্যক্তিকে। যিনি স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ নেতা এসরারুল হকের সহযোগী হিসেবে পরিচিত।
বাকি আসামিরা হলেন জালাল ওরফে ড্রিল জালাল (৪২), মো. ফরিদ (৪২), সরকারি সিটি কলেজছাত্র সংসদের ভিপি তাহসিন (২৭), এইচ এম মিঠু (৪০), জাফর (৩৮), ফিরোজ (৩৮) ও দেলায়ার (৪০)। অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ৩ আগস্ট সন্ধ্যায় আসামিরা বহদ্দারহাট মোড়সহ আশপাশের রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় বহদ্দারহাট কাঁচাবাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে বহদ্দারবাড়ি জামে মসজিদের সামনে বিবাদীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন শহীদ। পরে তাঁর মৃত্যু হয়।
তথ্যমতে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নিউ মার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র–জনতা। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ষোলোশহর মেয়র গলিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এরপর বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র এম রেজাউল করিমের বাসভবনে হামলা হয়। সিটি মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হন পথচারী শহীদুল ইসলাম শহীদ। পরে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই দিনই পাল্টা হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
এর আগে ১৬ জুলাই নগরীর মুরাদপুরে ও ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মামলায় উল্লেখিত আট আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল, শটগান, এলজি দিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণের একাধিক ছবি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়।
ওইসব ঘটনায় তাৎক্ষণিক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও মারা যায়। এ ছাড়া ৫ আগস্ট সরকার পতনের আগের দিনও চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় অভিযুক্তদের একজনকে একে-২২ রাইফেল নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
২০ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
১ ঘণ্টা আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে