সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
মন্দিরের পূজার ঘণ্টা বেজে উঠতেই দুর্গম পাহাড়ের ঘন জঙ্গল ছেড়ে মন্দিরের আশপাশে চলে আসে বানরের দল। মন্দিরে আসা পুণ্যার্থীদের কাছে থাকা ফলমূল খেতে উঁকি দেয়। এ সময় কিছু বানর মন্দিরের ওপর থেকে লাফিয়ে নিচে নেমে হাত পাতে। আর পুণ্যার্থীরা এ অবস্থা দেখে তাঁদের হাতে থাকা ফলমূল কিংবা দোকান থেকে কেনা কলা ছুড়ে দেন বানরের উদ্দেশে। মুহূর্তেই সেগুলো নিয়ে দূরে সরে যায় বানরের দল। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধাম মহাতীর্থের শম্ভুনাথ মন্দিরে এ দৃশ্য নিত্যদিনের।
গত শুক্রবার সরেজমিনে ওই মন্দিরে গিয়ে দেখা যায়, পূজার ফলমূল ও পুণ্যার্থীদের কাছ থেকে খাবারের আশায় মন্দিরের চূড়া ও আশপাশের গাছের ডালপালায় বসে আছে বানরের দল।
মন্দির প্রাঙ্গণের দোকানি তপন চক্রবর্তী তপু বলেন, এক সময় চন্দ্রনাথ পাহাড়ে প্রচুর বানর ও হনুমানের বিচরণ ছিল। কিন্তু গত কয়েক দশকে জনবসতি ও মানুষের কাছাকাছি এসব জীবজন্তুকে আসতে দেখা যায়নি।
পৌর সদরের প্রেমতলার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, শম্ভুনাথ মন্দিরের চারপাশেই পাহাড়। বানরগুলো লোকালয়ে আসতে ভয় পায়। তাই এ পাহাড়ের তলদেশের মন্দিরে লোকজন দেখে খাদ্যের সন্ধানে আসে।
শম্ভুনাথ মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী বলেন, ভক্তরা পুণ্য সঞ্চয়ের আশায় কলা-আপেলসহ পূজার জন্য আনা ফলমূল বানরদের উদ্দেশে ছুড়ে মারেন।
মন্দিরের পূজার ঘণ্টা বেজে উঠতেই দুর্গম পাহাড়ের ঘন জঙ্গল ছেড়ে মন্দিরের আশপাশে চলে আসে বানরের দল। মন্দিরে আসা পুণ্যার্থীদের কাছে থাকা ফলমূল খেতে উঁকি দেয়। এ সময় কিছু বানর মন্দিরের ওপর থেকে লাফিয়ে নিচে নেমে হাত পাতে। আর পুণ্যার্থীরা এ অবস্থা দেখে তাঁদের হাতে থাকা ফলমূল কিংবা দোকান থেকে কেনা কলা ছুড়ে দেন বানরের উদ্দেশে। মুহূর্তেই সেগুলো নিয়ে দূরে সরে যায় বানরের দল। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধাম মহাতীর্থের শম্ভুনাথ মন্দিরে এ দৃশ্য নিত্যদিনের।
গত শুক্রবার সরেজমিনে ওই মন্দিরে গিয়ে দেখা যায়, পূজার ফলমূল ও পুণ্যার্থীদের কাছ থেকে খাবারের আশায় মন্দিরের চূড়া ও আশপাশের গাছের ডালপালায় বসে আছে বানরের দল।
মন্দির প্রাঙ্গণের দোকানি তপন চক্রবর্তী তপু বলেন, এক সময় চন্দ্রনাথ পাহাড়ে প্রচুর বানর ও হনুমানের বিচরণ ছিল। কিন্তু গত কয়েক দশকে জনবসতি ও মানুষের কাছাকাছি এসব জীবজন্তুকে আসতে দেখা যায়নি।
পৌর সদরের প্রেমতলার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, শম্ভুনাথ মন্দিরের চারপাশেই পাহাড়। বানরগুলো লোকালয়ে আসতে ভয় পায়। তাই এ পাহাড়ের তলদেশের মন্দিরে লোকজন দেখে খাদ্যের সন্ধানে আসে।
শম্ভুনাথ মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী বলেন, ভক্তরা পুণ্য সঞ্চয়ের আশায় কলা-আপেলসহ পূজার জন্য আনা ফলমূল বানরদের উদ্দেশে ছুড়ে মারেন।
পুলিশ জানায়, বস্তুগুলো বোমা বা ককটেল হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বস্তুগুলো নিরাপদভাবে সরাবে। মাগুরা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলার পর চলে যান, কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
১৪ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে আদালতপাড়া সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে ঢুকে একদল ডাকাত নিরাপত্তাকর্মী মুজিবুরকে বেধড়ক মারপিট করে। পরে তাঁকে কম্বল দিয়ে পেঁচিয়ে বুথের ভেতরের একটি অন্ধকার কক্ষে ফেলে রাখা হয়। এ সময় বুথের টাকার মেশিন ভাঙচুর করে ও একটি ল্যাপটপ
১ ঘণ্টা আগেগত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
২ ঘণ্টা আগে