Ajker Patrika

খাদ্যসন্ধানী বানরের দল মন্দিরের চূড়ায়

সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
খাদ্যসন্ধানী বানরের দল মন্দিরের চূড়ায়

মন্দিরের পূজার ঘণ্টা বেজে উঠতেই দুর্গম পাহাড়ের ঘন জঙ্গল ছেড়ে মন্দিরের আশপাশে চলে আসে বানরের দল। মন্দিরে আসা পুণ্যার্থীদের কাছে থাকা ফলমূল খেতে উঁকি দেয়। এ সময় কিছু বানর মন্দিরের ওপর থেকে লাফিয়ে নিচে নেমে হাত পাতে। আর পুণ্যার্থীরা এ অবস্থা দেখে তাঁদের হাতে থাকা ফলমূল কিংবা দোকান থেকে কেনা কলা ছুড়ে দেন বানরের উদ্দেশে। মুহূর্তেই সেগুলো নিয়ে দূরে সরে যায় বানরের দল। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধাম মহাতীর্থের শম্ভুনাথ মন্দিরে এ দৃশ্য নিত্যদিনের।

গত শুক্রবার সরেজমিনে ওই মন্দিরে গিয়ে দেখা যায়, পূজার ফলমূল ও পুণ্যার্থীদের কাছ থেকে খাবারের আশায় মন্দিরের চূড়া ও আশপাশের গাছের ডালপালায় বসে আছে বানরের দল।

মন্দির প্রাঙ্গণের দোকানি তপন চক্রবর্তী তপু বলেন, এক সময় চন্দ্রনাথ পাহাড়ে প্রচুর বানর ও হনুমানের বিচরণ ছিল। কিন্তু গত কয়েক দশকে জনবসতি ও মানুষের কাছাকাছি এসব জীবজন্তুকে আসতে দেখা যায়নি।

পৌর সদরের প্রেমতলার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, শম্ভুনাথ মন্দিরের চারপাশেই পাহাড়। বানরগুলো লোকালয়ে আসতে ভয় পায়। তাই এ পাহাড়ের তলদেশের মন্দিরে লোকজন দেখে খাদ্যের সন্ধানে আসে।

শম্ভুনাথ মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী বলেন, ভক্তরা পুণ্য সঞ্চয়ের আশায় কলা-আপেলসহ পূজার জন্য আনা ফলমূল বানরদের উদ্দেশে ছুড়ে মারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত