Ajker Patrika

টেকনাফে অপহরণের ২ দিন পর স্কুলছাত্র উদ্ধার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৫: ৩০
টেকনাফে অপহরণের ২ দিন পর স্কুলছাত্র উদ্ধার 

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে অপহৃত শিশুকে দুই দিন পর ফিরে পেয়েছে পরিবার। গতকাল মঙ্গলবার রাতে লেদা এলাকার মূল সড়ক থেকে পুলিশ তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। পুলিশের দাবি, তাদের তৎপরতায় অপহরণকারীরা শিশুটিকে রেখে গেলে, প্রধান সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া শিশুর নাম মোহাম্মদ হোছন সূর্য্য (৮)। সে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ লেদা এলাকার সুলতান আহমদের ছেলে। গত রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় শিশু মোহাম্মদ হোছন। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় শিশুটি। অপহরণকারীরা শিশুটির মা-বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে ঘটনাটি থানার পুলিশ অবগত হয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মোবাইল নম্বর ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহিন পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশি তৎপরতা ও সাঁড়াশি অভিযানের কারণে অপহরণকারীরা মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লেদা সড়কে অপহৃত শিশুটিকে রেখে যায়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

উল্লেখ্য, এ ঘটনায় গত রোববার টেকনাফ মডেল থানায় শিশুটির বাবা নিখোঁজ ডায়েরি করেছিলেন। গত সোমবার অপহরণকারীরা অপহৃত শিশুর বাবা সুলতানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। তখন মুক্তিপণ হিসেবে তারা ৩০ লাখ টাকা দাবি করে আসছিলেন। দাবি করা টাকা না দিলে শিশুটিকে পুড়িয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন অপহরণকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত