Ajker Patrika

মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণ আহত

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণ আহত

মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদীসংলগ্ন লালচরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামের এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওপারে মিয়ানমারের লালচরে এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা মো. ইলিয়াসের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, আজ সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীসংলগ্ন লালচর থেকে ফল (আনার ঘোলা) আনতে অবৈধভাবে ঢুকে পড়েন ওমর ফারুক। এ সময় সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তাঁর ডান পা গুরুতর জখম হয়।

নুর আহমদ আনোয়ারী আরও বলেন, বিষয়টি জানতে পেরে ওমর ফারুকের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ওই তরুণ মিয়ানমার অংশে চলে গিয়েছিলেন। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত