Ajker Patrika

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল-সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে শহরের কলাতলী এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের ডলফিন মোড় থেকে শুরু হয়ে সুগন্ধা সৈকত পয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা মুনাফ সিকদার এ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে ৩০ থেকে ৪০ জন যুবক ছিল। ঝটিকা মিছিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, বর্তমান সরকার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ঝটিকা মিছিলটি সুগন্ধা পয়েন্টে এসে শেষ করার পর সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রায় সাত মিনিট বক্তব্য দেন মুনাফ সিকদার। পরে লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে মিছিলকারীরা দ্রুত সটকে পড়েন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, যে সময় ঝটিকা মিছিলটি বের করা হয়, তখন টহল পুলিশ থানায় ফিরে এসেছে। এই সুযোগে মিছিলটি করার সুযোগ পেয়েছে। মুনাফ সিকদারসহ আরও যাঁরা এই মিছিলে অংশ নিয়েছেন, তাঁদের ব্যাপারে অনুসন্ধান চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত