Ajker Patrika

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানিয়ে নকল ব্র্যান্ডে বিক্রি, জরিমানা ৫০ হাজার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ব্র্যান্ড নকল করে তা বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে চৌমুহনী বাজারের মাদ্রাসা সড়কে তাহেরা ফুড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও তৈরি করা সেমাই নিজেদের মোড়কে বিক্রি করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

অভিযান সূত্রে জানা গেছে, তাহের ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে বনফুল ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি তারা একটি ব্র্যান্ডের মোড় নকল করে সেমাই বাজারজাত করে আসছিল। এ ছাড়া তাদের কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করার প্রমাণও আমরা পেয়েছি। প্রথম ধাপে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তিন দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত