নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ব্র্যান্ড নকল করে তা বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে চৌমুহনী বাজারের মাদ্রাসা সড়কে তাহেরা ফুড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও তৈরি করা সেমাই নিজেদের মোড়কে বিক্রি করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, তাহের ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে বনফুল ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি তারা একটি ব্র্যান্ডের মোড় নকল করে সেমাই বাজারজাত করে আসছিল। এ ছাড়া তাদের কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করার প্রমাণও আমরা পেয়েছি। প্রথম ধাপে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তিন দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ব্র্যান্ড নকল করে তা বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে চৌমুহনী বাজারের মাদ্রাসা সড়কে তাহেরা ফুড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও তৈরি করা সেমাই নিজেদের মোড়কে বিক্রি করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, তাহের ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে বনফুল ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি তারা একটি ব্র্যান্ডের মোড় নকল করে সেমাই বাজারজাত করে আসছিল। এ ছাড়া তাদের কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করার প্রমাণও আমরা পেয়েছি। প্রথম ধাপে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তিন দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) সদস্যরা।
১৯ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আবদুল মালেক।
২৫ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
৩৬ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
৪২ মিনিট আগে