কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি পুলিশের কাছে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন।
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা।
আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে।
নোয়াজ আলীর বরাতে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে তাঁর (নোয়াজ) ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তিনি ধারণা করেন, কবিরাজের মাধ্যমে তাবিজ করে তাঁর ছেলেকে মেরেছে নুরুল। পুত্রশোকে তাঁর স্ত্রীও মারা যান।
সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে গত শনিবার কাজের কথা বলে নুরুলকে কুমিল্লার দেবীদ্বারে ডেকে নিয়ে আসেন নোয়াজ। তারপর গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করেন নোয়াজ। হত্যা করে মাটিতে লাশ পুঁতে ফেলেন তিনি।
আজ শুক্রবার সকালে মাটিচাপা স্থানে মানুষের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নুরুলের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাঁকে আটক করে স্থানীয়রা।
দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে হত্যার দায় স্বীকার করেছে।
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি পুলিশের কাছে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন।
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা।
আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে।
নোয়াজ আলীর বরাতে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে তাঁর (নোয়াজ) ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তিনি ধারণা করেন, কবিরাজের মাধ্যমে তাবিজ করে তাঁর ছেলেকে মেরেছে নুরুল। পুত্রশোকে তাঁর স্ত্রীও মারা যান।
সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে গত শনিবার কাজের কথা বলে নুরুলকে কুমিল্লার দেবীদ্বারে ডেকে নিয়ে আসেন নোয়াজ। তারপর গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করেন নোয়াজ। হত্যা করে মাটিতে লাশ পুঁতে ফেলেন তিনি।
আজ শুক্রবার সকালে মাটিচাপা স্থানে মানুষের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নুরুলের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাঁকে আটক করে স্থানীয়রা।
দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে হত্যার দায় স্বীকার করেছে।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
২০ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
১ ঘণ্টা আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে