চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সাইয়েদুল ইসলাম বাবু সভাপতি এবং মো. বদরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী ভবনে এই নির্বাচন হয়।
নির্বাচনে আওয়ামী আইনজীবী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যথাক্রমে ২০৪ এবং ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এই প্যানেল থেকে প্রধান দুটি পদসহ আটটি পদে প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে জ্যেষ্ঠ সহসভাপতিসহ সাতটি পদে জয় পান বিএনপি ও সমমনা প্যানেলের আইনজীবীরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইনজীবী ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল। এর আগে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
দুই প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি এ এন এম মাইনুল ইসলাম (১৯৪ ভোট), সহসভাপতি মো. শাহজাহান আখন্দ (১৮৫ ভোট), যুগ্ম সম্পাদক মো. শরীফ মাহমুদ সায়েম (১৯৪ ভোট), সম্পাদক ফরমস সাজ্জাদুল বোরহান হৃদয় (১৮৯ ভোট), সম্পাদক লাইব্রেরি জাবির হোসেন (২১০ ভোট), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার বিশ্বজিৎ কর রানা (১৮৭ ভোট), জেনারেল অডিটর মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট), রানিং অডিটর শফিকুল ইসলাম রনি (১৯০ ভোট), চেয়ারম্যান রেজিস্টারিং অথোরিটি মো. আবু কাউছার (১৮৭ ভোট)।
তা ছাড়া সম্পাদক রেজিস্টারিং অথরিটি শাহ-ই-জালাল সাব্বির (১৯৪ ভোট), আব্দুল্লাহ আল নাকিব (১৮৫ ভোট), মো. শেখসাদী (১৮১ ভোট), মো. আবির হাসান রনি (১৭৭ ভোট), রেজিস্টারিং অথরিটি সদস্য মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট) পদে নির্বাচিত হয়েছেন।
সমিতির ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সহসভাপতি মো. তৌহিদুল ইসলাম তরুণ, সহসভাপতি মোহাম্মদ কাইউম মোল্লাসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সাইয়েদুল ইসলাম বাবু সভাপতি এবং মো. বদরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী ভবনে এই নির্বাচন হয়।
নির্বাচনে আওয়ামী আইনজীবী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যথাক্রমে ২০৪ এবং ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এই প্যানেল থেকে প্রধান দুটি পদসহ আটটি পদে প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে জ্যেষ্ঠ সহসভাপতিসহ সাতটি পদে জয় পান বিএনপি ও সমমনা প্যানেলের আইনজীবীরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইনজীবী ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল। এর আগে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
দুই প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি এ এন এম মাইনুল ইসলাম (১৯৪ ভোট), সহসভাপতি মো. শাহজাহান আখন্দ (১৮৫ ভোট), যুগ্ম সম্পাদক মো. শরীফ মাহমুদ সায়েম (১৯৪ ভোট), সম্পাদক ফরমস সাজ্জাদুল বোরহান হৃদয় (১৮৯ ভোট), সম্পাদক লাইব্রেরি জাবির হোসেন (২১০ ভোট), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার বিশ্বজিৎ কর রানা (১৮৭ ভোট), জেনারেল অডিটর মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট), রানিং অডিটর শফিকুল ইসলাম রনি (১৯০ ভোট), চেয়ারম্যান রেজিস্টারিং অথোরিটি মো. আবু কাউছার (১৮৭ ভোট)।
তা ছাড়া সম্পাদক রেজিস্টারিং অথরিটি শাহ-ই-জালাল সাব্বির (১৯৪ ভোট), আব্দুল্লাহ আল নাকিব (১৮৫ ভোট), মো. শেখসাদী (১৮১ ভোট), মো. আবির হাসান রনি (১৭৭ ভোট), রেজিস্টারিং অথরিটি সদস্য মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট) পদে নির্বাচিত হয়েছেন।
সমিতির ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সহসভাপতি মো. তৌহিদুল ইসলাম তরুণ, সহসভাপতি মোহাম্মদ কাইউম মোল্লাসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (২৮ জুলাই) কোটচাঁদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই।
৭ মিনিট আগেবরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছাত্র-জনতার উদ্যোগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়।
৩০ মিনিট আগে‘বাবা মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই, আর মামলা করি আরও বিপদোত (বিপদ) পরমো। বিভিন্ন জায়গা থাকি খবর পাওছি, মামলা করলে নাকি হামাকগুলাক ভিটাছাড়া করবে’, চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়া আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লির কোনিকা রানী (৪৮)।
৩১ মিনিট আগেচাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে অভিযান চালায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।
৩৮ মিনিট আগে