Ajker Patrika

সংস্কার থেকে নির্বাচন সবই সম্পন্ন করব: ফারুক-ই-আজম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।’

আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর মুক্তিযুদ্ধের শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এ প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।’

এই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ শাহরিয়ার মুক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত