দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে দ্বন্দ্বের মীমাংসা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৪) রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের। রোববার বিকেল ৪টায় ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সমঝোতা বৈঠকে উভয়ের মধ্যে চলমান দ্বন্দ্বের নিরসন হয়। তবে সংসদ ভবনের এলডি হলে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় কে দোষী ভিডিও ফুটেজ দেখে তা বের করার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার মীমাংসার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। একজন আরেকজনকে ‘সরি’ বলেছেন। তবে কে দোষী তা ভিডিও ফুটেজ থেকে বের করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিনি জানান, এই বৈঠকেই আগামী ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আ. লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, চট্টগ্রামের বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে, দুই নেতার মধ্যে সমঝোতা ও সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ হওয়ায় খুশি দেবিদ্বারের তৃণমূল আওয়ামী লীগ। দলের এক নেতা জানান, ভবিষ্যতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী একটি সংগঠন হবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল জানান, এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মীমাংসা হয়েছে। একে অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। আশা করছি সামনের দিনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।
এর আগে জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে গত ১৬ জুন কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে দ্বন্দ্বের মীমাংসা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৪) রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের। রোববার বিকেল ৪টায় ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সমঝোতা বৈঠকে উভয়ের মধ্যে চলমান দ্বন্দ্বের নিরসন হয়। তবে সংসদ ভবনের এলডি হলে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় কে দোষী ভিডিও ফুটেজ দেখে তা বের করার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার মীমাংসার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। একজন আরেকজনকে ‘সরি’ বলেছেন। তবে কে দোষী তা ভিডিও ফুটেজ থেকে বের করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিনি জানান, এই বৈঠকেই আগামী ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আ. লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, চট্টগ্রামের বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে, দুই নেতার মধ্যে সমঝোতা ও সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ হওয়ায় খুশি দেবিদ্বারের তৃণমূল আওয়ামী লীগ। দলের এক নেতা জানান, ভবিষ্যতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী একটি সংগঠন হবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল জানান, এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মীমাংসা হয়েছে। একে অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। আশা করছি সামনের দিনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।
এর আগে জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে গত ১৬ জুন কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১২ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৪২ মিনিট আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
১ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে