Ajker Patrika

ভিসা নীতিমালার চিঠি ৩ মে আসলেও লুকিয়ে রাখা হয়েছিল: আমীর খসরু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ২০: ১৭
ভিসা নীতিমালার চিঠি ৩ মে আসলেও লুকিয়ে রাখা হয়েছিল: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা ভোট চুরির সঙ্গে জড়িত থাকবে, গুম-খুনের সঙ্গে জড়িত থাকবে, মিথ্যা মামলা দিয়ে নির্বাচনব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে, সভায় বাধা দেবে—তাদের ভিসা বন্ধ হয়ে যাবে। ভিসা নীতিমালার চিঠি ৩ মে আসলেও সেই চিঠি সরকার লুকিয়ে রেখেছিল। কেন লুকিয়ে রেখেছিল? কারণ, যুক্তরাষ্ট্র বলেছে আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। ভিসা নীতিমালার বিষয়টি আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটের মাধ্যমে।’

আজ শনিবার নোয়াখালীর মাইজদীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং এবং আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নের এই জনসভা করা হয়। 

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি জনসভায় সভাপতিত্ব করেন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার। 

এ ছাড়া জনসভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে একত্রিত হতে থাকেন দলটির নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত