রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিমকে (২৯) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গত বুধবার (৮ জুন) রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম।
গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে। তিনি নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিস্ট্রিবিউশন ম্যানেজার।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিএসওদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যান ইব্রাহিম। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি।
ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম বলেন, ‘নগদের ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড় মিল পরিলক্ষিত হওয়ায় এ বিষয়ে প্রতিষ্ঠানের এম ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাউজান থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’
মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিমকে (২৯) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গত বুধবার (৮ জুন) রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম।
গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে। তিনি নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিস্ট্রিবিউশন ম্যানেজার।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিএসওদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যান ইব্রাহিম। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি।
ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম বলেন, ‘নগদের ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড় মিল পরিলক্ষিত হওয়ায় এ বিষয়ে প্রতিষ্ঠানের এম ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাউজান থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত জালগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
৯ মিনিট আগেকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ইয়াবা বহনকারী ট্রলার থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচাকরির জন্য দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন নাটোরের সিংড়ার যুবক হুমায়ুন কবির। হুমায়ুনের দুলাভাই রহমত আলীকেও বাধ্য করা হয়েছে ওই যুদ্ধে অংশ নিতে। স্বজনদের কাছে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।
২০ মিনিট আগেবরগুনার বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির নেতা-কর্মীরা এটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে