নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এবারের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা থানার শাহজালাল বলী। যাঁর রক্তেই কুস্তি ছিল। দাদা বলেন, বাবা বলেন—দুই প্রজন্মেরই বলীখেলার অভিজ্ঞতা আছে। শুধু তা-ই নয়, দাদা সফর আলী ও বাবা শহীদ মিয়া কুমিল্লার বিভিন্ন বলীখেলায় কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছেন। দাদার হাত ধরে বাবা আর বাবার হাত ধরে ছেলে শাহজালাল ১৫ বছর ধরে বলী খেলছেন। রক্তেই যাঁর কুস্তি, তিনিই তো হবেন চ্যাম্পিয়ন।
২০০৮ থেকে ২০২৩—দীর্ঘ ১৫ বছর ধরে বলী খেলছেন শাহজালাল বলী। কখনো কুমিল্লায় আবার কখনো চট্টগ্রামে। অবশেষে চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। নিজেকে চ্যাম্পিয়ন করতে তিন মাস ধরে প্রস্তুতিও নিয়েছেন। নিজেকে সময় দিয়েছেন। প্রতিদিন দুধ, ডিম, কলা আর রুটি খেয়ে শরীর গঠন করেছেন। গত একটি বছর প্রতি মাসে শুধু খাবারের পেছনে ব্যয় করেছেন ৭২ হাজার টাকা।
হোমনা থানা এলাকায় নিজের একটি ফলের দোকান আছে বলে জানান শাহজালাল বলী। সেটি দিয়ে সংসার চালান তিনি। আছে তিন ছেলে। বড় ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। মেজ ছেলে পড়ালেখা করে না। ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। বলীখেলার পেছনে অনেক টাকা খরচ। তাই এই খেলা চালিয়ে যেতে সাহায্যের প্রয়োজন বলে জানান শাহজালাল।
নিজের প্রতি বিশ্বাস আছে জানিয়ে শাহজালাল বলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয়ভাবেও খেলার আশা আছে। তবে সে জন্য অনেক টাকার প্রয়োজন। ফল বিক্রি করে কয় টাকা পাই। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে প্রস্তুতি নিয়ে অনেক দূর যেতে চাই।’
ছোটবেলার কথা স্মরণ করে শাহজালাল বলী বলেন, ‘দাদা বলী খেলতেন। বিভিন্ন সময় চ্যাম্পিয়নও হয়েছেন। তাঁর হাত ধরে বাবাও বলী খেলায় অংশ নিতেন। তিনিও কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন। তাঁর হাত ধরে আমার এই খেলায় আসা। বিভিন্ন সময় বাবা এদিক-সেদিক নিয়ে যেতেন। কলাকৌশল শেখাতেন। সেই ছোটবেলা থেকেই প্রস্তুতি। গত ১৫ বছর প্রতিটি আসরে অংশ নিয়েছি।’
শাহজালাল আরও বলেন, ‘বাবা খুবই ভালো প্রশিক্ষণ দিতেন। কিন্তু আরও ভালো কোচিং দরকার। কিন্তু সেই সুযোগ নেই এখানে। অর্থাভাবেই আমার মতো অনেকে কুস্তিকে ভালোবাসলেও এগোতে পারেন না। সে জন্য সাহায্য দরকার। কারণ, ভালো বলবর্ধক খাবার খুব জরুরি। কুস্তি লড়তে গেলে দুধ, ঘি, মাখন খেতে হয়। দিনে কমপক্ষে হাফ ডজন ডিম খাওয়া দরকার। আরও অনেক কিছুই খেতে হয়।’
এবারের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা থানার শাহজালাল বলী। যাঁর রক্তেই কুস্তি ছিল। দাদা বলেন, বাবা বলেন—দুই প্রজন্মেরই বলীখেলার অভিজ্ঞতা আছে। শুধু তা-ই নয়, দাদা সফর আলী ও বাবা শহীদ মিয়া কুমিল্লার বিভিন্ন বলীখেলায় কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছেন। দাদার হাত ধরে বাবা আর বাবার হাত ধরে ছেলে শাহজালাল ১৫ বছর ধরে বলী খেলছেন। রক্তেই যাঁর কুস্তি, তিনিই তো হবেন চ্যাম্পিয়ন।
২০০৮ থেকে ২০২৩—দীর্ঘ ১৫ বছর ধরে বলী খেলছেন শাহজালাল বলী। কখনো কুমিল্লায় আবার কখনো চট্টগ্রামে। অবশেষে চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। নিজেকে চ্যাম্পিয়ন করতে তিন মাস ধরে প্রস্তুতিও নিয়েছেন। নিজেকে সময় দিয়েছেন। প্রতিদিন দুধ, ডিম, কলা আর রুটি খেয়ে শরীর গঠন করেছেন। গত একটি বছর প্রতি মাসে শুধু খাবারের পেছনে ব্যয় করেছেন ৭২ হাজার টাকা।
হোমনা থানা এলাকায় নিজের একটি ফলের দোকান আছে বলে জানান শাহজালাল বলী। সেটি দিয়ে সংসার চালান তিনি। আছে তিন ছেলে। বড় ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। মেজ ছেলে পড়ালেখা করে না। ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। বলীখেলার পেছনে অনেক টাকা খরচ। তাই এই খেলা চালিয়ে যেতে সাহায্যের প্রয়োজন বলে জানান শাহজালাল।
নিজের প্রতি বিশ্বাস আছে জানিয়ে শাহজালাল বলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয়ভাবেও খেলার আশা আছে। তবে সে জন্য অনেক টাকার প্রয়োজন। ফল বিক্রি করে কয় টাকা পাই। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে প্রস্তুতি নিয়ে অনেক দূর যেতে চাই।’
ছোটবেলার কথা স্মরণ করে শাহজালাল বলী বলেন, ‘দাদা বলী খেলতেন। বিভিন্ন সময় চ্যাম্পিয়নও হয়েছেন। তাঁর হাত ধরে বাবাও বলী খেলায় অংশ নিতেন। তিনিও কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন। তাঁর হাত ধরে আমার এই খেলায় আসা। বিভিন্ন সময় বাবা এদিক-সেদিক নিয়ে যেতেন। কলাকৌশল শেখাতেন। সেই ছোটবেলা থেকেই প্রস্তুতি। গত ১৫ বছর প্রতিটি আসরে অংশ নিয়েছি।’
শাহজালাল আরও বলেন, ‘বাবা খুবই ভালো প্রশিক্ষণ দিতেন। কিন্তু আরও ভালো কোচিং দরকার। কিন্তু সেই সুযোগ নেই এখানে। অর্থাভাবেই আমার মতো অনেকে কুস্তিকে ভালোবাসলেও এগোতে পারেন না। সে জন্য সাহায্য দরকার। কারণ, ভালো বলবর্ধক খাবার খুব জরুরি। কুস্তি লড়তে গেলে দুধ, ঘি, মাখন খেতে হয়। দিনে কমপক্ষে হাফ ডজন ডিম খাওয়া দরকার। আরও অনেক কিছুই খেতে হয়।’
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে লাইনচ্যুত ২ বগি উদ্ধারসহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাট রেল বিভাগ।
৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বাতন্ত্র্য নিশ্চিত করার এক দফা দাবিতে আন্দোলন করছে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। ধাওয়া ও লাঠিচার্জে ছত্রভঙ্গ করে
১৫ মিনিট আগেনেছারাবাদে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপোষ মিমাংসার কথা বলে ১ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মনজুরুল কবির নামের ওই নেতা চামি গ্রামের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
১ ঘণ্টা আগেবগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক হেলপার। আজ সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে