কুমিল্লা প্রতিনিধি
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির টহল দল তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে ১৩ জন এবং ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশি রাতের আঁধারে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।
১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ জানান, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ-ইন করেছে। অধিকাংশের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলায়।
বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির টহল দল তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে ১৩ জন এবং ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশি রাতের আঁধারে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।
১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ জানান, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ-ইন করেছে। অধিকাংশের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলায়।
বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
ঝালকাঠির রাজাপুরে খালে ভাসছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালী নদীর পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেগাইবান্ধায় সাবেক সংসদ সদস্য (এমপি) মাহবুব আরা বেগম গিনিসহ ৮৫ জনের নামে থানায় মামলায় করা হয়েছে। আজ বহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৮৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
১৭ মিনিট আগেভোলার চরফ্যাশনে মোটরসাইকেল থেকে পড়ে রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার।
২৭ মিনিট আগেপদায়নের ৭২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৯ মিনিট আগে