Ajker Patrika

কীর্তনখোলায় তেলের ট্যাংকারে আগুন: ছেলের মৃত্যুর ৪ দিন পর মারা গেলেন বাবা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
কীর্তনখোলায় তেলের ট্যাংকারে আগুন: ছেলের মৃত্যুর ৪ দিন পর মারা গেলেন বাবা

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হন সীতাকুণ্ডের বাসিন্দা মোহাম্মদ ফারদিন আরাফাত স্বাধীন (২২)। তাঁর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই চার দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা স্বাধীনের বাবা কুতুবু উদ্দিন (৬০)। 

গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত কুতুব উদ্দিন উপজেলার কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের মৃত ছালে আহমদের ছেলে ও জাহাজের ইঞ্জিন রুমে সুয়ানি হিসেবে কর্মরত ছিল। 

কুতুব উদ্দিনের শ্যালক ফোরকান জানান, তাঁর বোন জামাই তেলবাহী এমটি ইবাদি-১ জাহাজের ইঞ্জিন রুমে সুয়ানি হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম থেকে সাড়ে তিন লাখ লিটার পেট্রল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে গত ৯ মে মঙ্গলবার বরিশালে যায়। চট্টগ্রাম থেকে জাহাজটি যাওয়ার সময় সাগর দেখতে তাঁর ভাগনে স্বাধীনও বাবার সঙ্গে যায়। বিস্ফোরণে স্বাধীনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তাঁর বোন-জামাই। 

কুতুব উদ্দিনের শ্যালক ফোরকান বলেন, ভাগনে স্বাধীনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার মা। ছেলে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই স্বামীর মৃত্যুর সংবাদে বারবার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে সে। 

কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, বিস্ফোরণ বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

গত ১১ মে (বৃহস্পতিবার) বিকেল পৌনে ৫টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা জাহাজের তেলবাহী ট্যাংকারে ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়। এতে ট্যাংকারের শ্রমিক বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২) ঘটনাস্থলেই মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত