Ajker Patrika

আবার কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল বর্জ্য

কক্সবাজার প্রতিনিধি
আবার কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল বর্জ্য

কক্সবাজার সমুদ্রসৈকতের ১০ কিলোমিটার এলাকা জুড়ে ভেসে এল বর্জ্য। আজ মঙ্গলবার শহরের নাজিরারটেক থেকে কলাতলী পয়েন্টের বিভিন্ন সৈকতে এসব বর্জ্য ভেসে আসে। পরে কলাতলী, সুগন্ধা ও লাবণি পয়েন্টে বর্জ্য অপসারণের কাজ শুরু করে বিচ কর্মীরা।

সমুদ্রসৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বীচ কর্মীদের সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা, সী-গাল, লাবণি, শৈবাল পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ছোট্ট-ছোট্ট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ ও খড় ভেসে আসে। এসব বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা দুপুর থেকে সরানোর কাজ করেছে।’

এর আগে ২০২০ সালে কয়েক দফায় এবং ২০২৩ সালের মার্চ মাসেও টানা কয়েক দিন একই ধরনের বর্জ্য সমুদ্রসৈকতে ভেসে এসেছিল। অবশ্যই ২০২০ সালে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্যও ছিল।

এদিকে ভেসে আসা বর্জ্য পর্যবেক্ষণে আসেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়ার নেতৃত্বে একদল বিজ্ঞানী। কী কারণে বর্জ্যের জোয়ার আসল তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছেন তারা।

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল বর্জ্য। ছবি: আজকের পত্রিকাআবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢল ও সোনাদিয়া দ্বীপের প্যারাবনের গাছ কেটে পুড়িয়ে ফেলা গোড়ালি হতে পারে। আবার পাহাড় ধসে আসা বর্জ্যও হতে পারে। কয়েকটি কারণ সামনে রেখে বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত