ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৪৯ ভরি স্বর্ণ, ২৬৫ ভরি রুপা, নগদ এক লাখ ২৫ হাজার টাকাসহ লোহার একটি সিন্দুক নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার ভাওর বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা যায়, ফরিদগঞ্জের গোয়াল ভাওর বাজারে লাবণ্য জুয়েলার্সের মালিক মো. শফিকুর রহমান বুধবার রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাসায় যান। পরের দিন সকালে তার ভাগনে সাইম মিয়া (১১) এসে দেখেন দোকানের শাটারের তালা ভাঙা, সব মালামাল চুরি হয়ে গেছে। এরপর সে দোকানের মালিককে খবর দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মো. শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবার সম্পত্তি বিক্রির পাঁচ লাখ টাকাসহ মোট আট লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি। এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৫২ লাখ ৯৭ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমি চাই, পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসুক।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বাজারের নৈশ প্রহরী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দোকানের মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর আছি।’
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৪৯ ভরি স্বর্ণ, ২৬৫ ভরি রুপা, নগদ এক লাখ ২৫ হাজার টাকাসহ লোহার একটি সিন্দুক নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার ভাওর বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা যায়, ফরিদগঞ্জের গোয়াল ভাওর বাজারে লাবণ্য জুয়েলার্সের মালিক মো. শফিকুর রহমান বুধবার রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাসায় যান। পরের দিন সকালে তার ভাগনে সাইম মিয়া (১১) এসে দেখেন দোকানের শাটারের তালা ভাঙা, সব মালামাল চুরি হয়ে গেছে। এরপর সে দোকানের মালিককে খবর দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মো. শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবার সম্পত্তি বিক্রির পাঁচ লাখ টাকাসহ মোট আট লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি। এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৫২ লাখ ৯৭ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমি চাই, পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসুক।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বাজারের নৈশ প্রহরী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দোকানের মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর আছি।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে