Ajker Patrika

ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি 

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৪৯ ভরি স্বর্ণ, ২৬৫ ভরি রুপা, নগদ এক লাখ ২৫ হাজার টাকাসহ লোহার একটি সিন্দুক নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার ভাওর বাজারে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। 

জানা যায়, ফরিদগঞ্জের গোয়াল ভাওর বাজারে লাবণ্য জুয়েলার্সের মালিক মো. শফিকুর রহমান বুধবার রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাসায় যান। পরের দিন সকালে তার ভাগনে সাইম মিয়া (১১) এসে দেখেন দোকানের শাটারের তালা ভাঙা, সব মালামাল চুরি হয়ে গেছে। এরপর সে দোকানের মালিককে খবর দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মো. শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবার সম্পত্তি বিক্রির পাঁচ লাখ টাকাসহ মোট আট লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি। এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৫২ লাখ ৯৭ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমি চাই, পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসুক।’ 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বাজারের নৈশ প্রহরী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘দোকানের মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত